ম্যারাথন উৎসবের মরশুমে বিশেষ দিনে যাত্রীদের সুষ্ঠ পরিষেবা দিতে উদ্যোগী কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ভাইফোঁটার দিন যাতে ভাইদের বোনের বাড়ি পৌঁছতে বা বোনকে দাদার কাছে যেতে যাতে ঝামেলা না পোহাতে হয়, তার জন্য পূর্ণ দিনই মেট্রো চালানোর কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার অর্থাৎ ভাইফোঁটার দিনও সকাল থেকেই মিলবে ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা। ইয়েলো, অরেঞ্জ ও পার্পল লাইনেও বদলাচ্ছে না প্রথম ও শেষ মেট্রোর সময়।
তবে মেট্রোর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য দিনের মতো প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তন না হলেও কমছে আপ এবং ডাউনে মেট্রোর সংখ্যা। বৃহস্পতিবার ভাইফোঁটার দিন ব্লু লাইনে ২৭২ রেকের বদলে চলবে ১৮২টি রেক, গ্রিন লাইনে ২২৬টি মেট্রোর বদলে চালানো হবে ১৪৮টি রেক।
প্রথম মেট্রো ছাড়বে:
শেষ মেট্রোর সময়:
প্রথম মেট্রো ছাড়বে:
শেষ মেট্রোর সময়:
এ ছাড়া ইয়েলো, অরেঞ্জ ও পার্পল লাইনে মেট্রো পরিষেবার সময় থাকছে অপরিবর্তিত। ফলে ভাইফোঁটায় রাস্তায় বেরিয়ে যান জটে ফেঁসে যাওয়ার সমস্যা নেই। মেট্রো পথে উৎসবের দিনেও শীঘ্র পৌঁছতে পারবেন গন্তব্যে।