• ভিড়ে ঠাসা ট্রেনে মহিলার চুল ধরে ঝুলছেন যুবক! স্রেফ সিট পেতেই মারপিট? ভিডিও ভাইরাল হতেই কমেন্টের বন্যা...
    আজকাল | ২৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  ট্রেন যাত্রা। এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়ার যোগাযোগ মাধ্যমগুলির অন্যতম। তবে এই যাত্রাকালের সময়টুকুতেই বিচিত্র অভিজ্ঞতা মানুষের। কারও অভিজ্ঞতা সুন্দর, কারও একেবারে অদ্ভুত। তেমনই এক ট্রেন যাত্রার ভিডিও এখন ভাইরাল। যা দেখে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনাও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 

    দীপবালির মরসুমে ভিড়ে ঠাসা ট্রেন। কেউ উৎসব কাটিয়ে, ছুটি শেষে ফিরছেন কাজে। কেউ উৎসবের শেষ বেলায় ছুটি পেয়ে ফিরছেন ঘরে। দিল্লি থেকে বিহারগামী একটি ট্রেনের সাম্প্রতিক একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কী এমন রয়েছে ওই ভিডিওতে? যা দেখছেন হাজার হাজার মানুষ। মন্তব্য করছেন।  ছড়িয়ে পড়া ওই ভিডিওতে একটি যাত্রীবাহী ট্রেনে উপচে পড়া ভিড়ের মাঝেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষণীয়।  আর ওই কয়েক সেকেন্ডের ভিডিও নিয়ে চর্চার শেষ নেই নেটিজেনদের মধ্যে। অনেকেই বলছেন, এই ভিডিও দেখে তাঁরা যেন অবাক হতেও ভুলে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। 

    একজন নেট ব্যবহারকারী ট্রেনের ভিতরের ১০ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন। ভাইরাল ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, যাত্রীদের ভিড়ের মাঝে আটকে পড়া দুই মহিলা একটি বার্থে একে অপরের পাশে বসে রয়েছেন। মহিলাদের পাশে এক ব্যক্তি কোলে এক শিশুকে নিয়ে বসে রয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে  নীচের বার্থ থেকে কয়েকজনকে মহিলাদের চুল ধরে টানাটানি করতে দেখা গিয়েছে। যদিও ছড়িয়ে পড়া ভিডিওতে যে কয়েক সেকেন্ড দেখা গিয়েছে, তাতে মহিলা দু'জনকেই শান্ত থাকতেই দেখা গিয়েছে। বিপরীত দিকের বার্থেও বিশৃঙ্খলা দেখা গিয়েছে। গোটা কামরা জুড়েই চিল-চিৎকার, হইচই, তুমুল অশান্তি। ব্যবহারকারী অই ভিডিওটি পোস্ট করে, ক্যাপশনে ‘মহাভারত’ চলছে বলে উল্লেখ করেছেন। 

    শেয়ার করার পর থেকে ভিডিওটি প্রায় ২,৭৮,০০০ বার দেখেছেন নেটিজেনরা। শেয়ার করেছেন ঝড়ের গতিতে। যদিও ট্রেনের সঠিক রুট, অবস্থান বা অবস্থান স্পষ্ট করে জানা যায়নি। তবে ভিডিওটি যিনি শেয়ার করেছেন, ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিহারের মানুষজনের অবস্থা দেখুন।‘ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যে ক্ষোভ, অবিশ্বাস এবং ব্যঙ্গের মিশ্র প্রকাশ করেছেন।

    অনেকেই যাত্রীদের আচরণের সমালোচনা করেছেন, এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এইসব মানুষের আচরণ কোনও দিন বদলাবে না। একজন লিখেছেন, যে বা যিনি ট্রেনে বসার জায়গা পাওয়ার জন্য এক মহিলার চুল ধরে টানাটানি করছেন, তিনি কি মানুষ? অনেকেই লিখেছেন, পাশে বসা শিশুটির পরিস্থিতির কথা। লিখেছেন, শিশুটি ছোট থেকেই এই পরিস্থিতি দেখে বড় হলে, কী শিখবে সে?
  • Link to this news (আজকাল)