• মিরিকে খাদে পড়ল গাড়ি, মৃত ৪, জখম ১৬
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: ফের নিয়ন্ত্রণ হারিয়ে মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। এই ঘটনায় মৃত চার। জখম ১৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নেপালের কাঁকড়ভিটা থেকে মিরিকের দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই গাড়ি। এরপর মিরিকের নলডাড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ২০০ ফুট নীচে খাদে পড়ে যায়। এতেই ঘটে বিপত্তি। ওই যাত্রীবাহী গাড়িতে চালক সহ মোট ২০ জন যাত্রী ছিলেন। ঘটনার জেরে দুই মহিলা সহ চারজনের মৃত্যু হয়। জখম আরও ১৬ জন। ইতিমধ্যে মিরিক থানার পুলিশ জখমদের উদ্ধার করে ৮ জনকে পানিঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ৫ জনকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।সেখান থেকে দুই জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনজন নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও তিনজনকে মিরিক মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতরা হল সাহিনি ছেত্রী (৩৭), ওয়াংচন্দ তামাং (৪০), ধনবাহাদুর কাটোয়াল (৭৩) ও বিনিতা তামাং (২৬)। প্রথম জন নকশালবাড়ির নিরপানি বস্তির বাসিন্দা। দ্বিতীয় জন মিরিকের সৌরনির বাসিন্দা। অপর দু’জন নেপালের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।   
  • Link to this news (বর্তমান)