• বৃদ্ধাকে ধর্ষণ ও খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত যুবক
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: গতকাল অর্থাৎ মঙ্গলবার দীপাবলীর রাতে ৬২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা। এই ঘটনায় জয়গাঁ থানার পুলিশ ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযোগ ধর্ষণ করতে না পেরে ধৃত যুবক বৃদ্ধাকে খুন করারও চেষ্টাও করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের নাম বীরমান ভুজেল। আজ, বুধবার ওই যুবককে পুলিশ আলিপুরদুয়ারে আদালতে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপাবলীর রাতে বৃদ্ধার বাড়ির সকলেই কালীপুজো দেখতে গিয়েছিলেন। ফাঁকা বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা। এই সুযোগে প্রতিবেশী যুবক বীরমান বাড়িতে ঢুকে বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ধর্ষণে ব্যর্থ হওয়ায় যুবকটি পরে বৃদ্ধাকে খুনের চেষ্টাও করে বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, বৃদ্ধার ঠোঁট কেটে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। ৭ বছর কারাবাসের পর ২০২৩ সালে হাইকোর্ট থেকে জামিন পায় ওই যুবক। মামলাটি এখনও বিচারাধীন। সেই ঘটনার পর এবার এক বৃদ্ধাকে ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনার  অভিযোগে ফের ওই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জয়গাঁ থানার আইসি পালজোর শেরিং ভুটিয়া বলেন, ধৃত যুবককে আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে। আদালত ধৃত যুবককে জেল হেফাজতে পাঠিয়েছে।
  • Link to this news (বর্তমান)