মধ্যমগ্রামে বাসের ধাক্কায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: যশোর রোডে কালীপুজোর মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতার নাম অন্তরা বোস (১৬)। বাড়ি মধ্যমগ্রাম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল তার। আজ, বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে যশোর রোডের রাবার ফ্যাক্টরি ও মেঘদূত বাস স্টপেজের মাঝে। জানা গিয়েছে, অন্তরা স্কুটারের পিছনে বসেছিলেন। স্কুটারটি চালাচ্ছিলেন জয়দীপ দে নামের এক যুবক। যশোর রোড ধরে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের স্কুটারটি উল্টে যায়। তখনই রাস্তার মাঝে ছিটকে পড়ে যান অন্তরা। সেই সময়ে পিছন দিক থেকে আসা একটি বেসরকারি বাস অন্তরাকে পিষে দেয় বলে অভিযোগ। তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা অন্তরাকে মৃত বলে ঘোষণা করেন। জয়দীপ জখম অবস্থায় চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।