• আদর করার নামে মায়ের থেকে সদ্যোজাতকে নিয়ে পালাল মহিলা
    দৈনিক স্টেটসম্যান | ২৩ অক্টোবর ২০২৫
  • সদ্যোজাত শিশুকে চুরি করে নিয়ে যায় এক মহিলা। বুধবার এমনই এক ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। শিশুটির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে পুলিশ কয়েক ঘণ্টার ব্যবধানে ওই শিশুকে উদ্ধার করে আনে। চুরির অভিযোগে এক মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশের তৎপরতার প্রশংসা করছে সাধারণ মানুষ। কিন্তু হাসপাতালে মা ও শিশুদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠছে।

    জানা গিয়েছে, গত বুধবার প্রসব যন্ত্রনা নিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি। এরপর বৃহস্পতিবার ওই মহিলার অস্ত্রপ্রচার হয়। একটি ফুটফুটে কন্যাশিশুর জন্ম দেন ওই মহিলা। এরপরে বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। ওই মহিলা তাঁর সন্তানকে নিয়ে হাসপাতালের গেটের সামনে নেমে আসেন।

    তখন তাঁর পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বেরানোর জন্য প্রয়োজনীয় কাজ সারছিলেন। সেই ফাঁকে এক অচেনা মহিলা এসে তাঁর বাচ্চাকে আদর করতে কোলে নিতে চান। সদ্যোজাত শিশুর মা কোনওকিছু না ভেবেই তাঁর সন্তানকে ওই অচেনা মহিলার কোলে তুলে দেন। এরপরেই মুহূর্তের মধ্যে সদ্যোজাত বাচ্চাটিকে কোলে নিয়ে পালিয়ে যান মহিলা। সদ্যোজাত সন্তানকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা।

    এরপরেই শিশুটির পরিবারের তরফে দ্রুত থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়েই শ্রীরামপুর ও চন্দননগর থেকে পুলিশ অফিসাররা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানে দেখা গিয়েছে, এক মহিলা সদ্যোজাত ওই শিশুটিকে নিয়ে হাসপাতালের মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে ওই মহিলাকে খুঁজতে তৎপর হয় পুলিশ। শ্রীরামপুরের নগার মোড় থেকে পুলিশ ওই মহিলাকে আটক করে তাঁর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে। এরপরে হাসপাতালে পৌঁছে সদ্যোজাত শিশুটিকে তাঁর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। শিশু চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ ও চিন্তিত রোগীদের পরিবার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)