RSS-এর অনুষ্ঠানে যোগ, কর্নাটকে সাসপেন্ড সরকারি কর্মী
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তার ‘অপরাধেই’ কর্নাটকের সরকারি কর্মীকে সাসপেন্ড করল সে রাজ্যের কংগ্রেস সরকার।
জানা গিয়েছে, ওই কর্মীর নাম প্রমোদ। তিনি একজন সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন। একটি স্কুলের হোস্টেলে সহকারী রাঁধুনি হিসেবে কাজ করতেন তিনি। সম্প্রতি তিনি আরএসএস-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে। সেখানেই প্রমোদকে দেখা যায়। এরপরই তাঁর বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ। কয়েকদিন আগে একই কারণে কর্নাটকের পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকে বরখাস্ত করা হয়। জানা যায়, তিনি আরএসএসের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সংঘের ইউনিফর্ম পরে প্যারেডেও অংশ নেন। এরপরই তাঁকে সাসপেন্ড করে সরকার।
দিনকয়েক ধরেই কর্নাটকে আরএসএস নিষিদ্ধ হওয়া নিয়ে বিতর্ক চলছে। সে রাজ্যে আরএসএসকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে। সেই আর্জি পুরোপুরি না মানলেও এবার ঘুরপথে সংঘের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে সিদ্দারামাইয়া সরকার। সচরাচর আরএসএসের শাখা সরকারি স্কুল-কলেজে চলে। স্বয়ংসেবকদের শরীরচর্চা বা অন্য কর্মসূচির জন্যও সরকারি সম্পত্তি ব্যবহৃত হয়। সে সব বন্ধ করে দিতে পারে কংগ্রেস সরকার। কংগ্রেসের দাবি, সরকারি সম্পত্তিতে কোনওভাবেই রাজনৈতিক কার্যকলাপ চলতে পারে না।