একটা শিঙাড়াকে কেন্দ্র করে খুন! বিহারে তলোয়ার হাতে বৃদ্ধের উপরে চড়াও মহিলা
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি শিঙাড়া। আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে উঠতে বিহারের ভোজপুর জেলায় এমন বচসা শুরু হল যার জেরে এক বৃদ্ধকে প্রাণ হারাতে হল! অভিযুক্ত মহিলা তলোয়ার দিয়ে তাঁকে হত্যা করেছেন বলেই দাবি। বিহারের ভোজপুর জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনায়। ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে পলাতক অভিযুক্তের।
ঠিক কী হয়েছিল? যাচ্ছে, ঘটনার সূত্রপাত এক শিশুর শিঙাড়া কিনতে যাওয়া নিয়ে। সে একটি দোকানে গিয়েছিল। সেখানে তার উপর নাকি চড়াও হয়েছিল আরও কয়েকজন নাবালক। তারাই ওই শিশুটির শিঙাড়া কেড়ে নেয় এবং তাকে মারধর করে বলেই অভিযোগ। ৬৫ বছরের চন্দ্রমা যাদব ওই গোলমালের কথা জানতে পেরে সেখানে উপস্থিত হন। আর সেখানে তিনি তাঁর গ্রামের লোকেদের সঙ্গে কথা বলেন। দাবি, গোলমাল হয় এরপরই। ঘটনাটি জানাতে তিনি যখন পাশের একটি বাড়িতে যান, তখনই সেই বাড়ির এক মহিলার সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়। আর তারপরই ক্ষুব্ধ ওই মহিলা নাকি একটি তলোয়ার বের করে আনেন। এরপর ধারালো ওই অস্ত্রের কোপ তিনি বসিয়ে দেন বৃদ্ধের মাথায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে তিনদিন থাকার পর অবশেষে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ময়নাতদন্ত করা হয়েছে দেহের। এদিকে অভিযুক্ত মহিলা পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছেন অভিযোগকারীরা। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর।