• পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে ‘খুন’ করে দেহ ড্রামে ভরেছিল স্বামী! তিনমাস পর যা ঘটল…
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহে তাঁকে খুন করে দেহ ডামে ভরে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে মাঠে ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনার ৩ মাস পর উদ্ধার যুবতীর পচাগলা দেহ। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঘটনাটি তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার। বছর কয়েক আগে ২৬ বছরের প্রিয়ার সঙ্গে বিয়ে হয় সিলামবরাসনের। দম্পতির দুই সন্তান রয়েছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রিয়ার স্বামী সন্দেহ করছিলেন তিনি একাধিক বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তা নিয়ে দম্পতির একাধিকবার ঝামেলাও হয়। বাপের বাড়ি চলে যান প্রিয়া। স্বামীর থেকে আলাদা থাকার কথা বলেছিলেন প্রিয়া। কিন্তু পরিবারের লোকেরা তাঁকে বুঝিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন।

    অভিযোগ এরপরই প্রিয়াকে খুন করে ডামে ভরে তিন কিলোমিটার দূরে একটি মাঠে ফেলে দেয় বলে অভিযোগ। দীর্ঘদিন মেয়ের কোনও খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন প্রিয়ার বাবা। তদন্তে নেমে সিলামবরাসনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারীদের দাবি, লাগাতার জেরার মুখে স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন সিলামবরাসন।

    তিরুভাল্লুর জেলার পুলিশ সুপার বিবেকানন্দ শুক্লা বলেন, “অভিযুক্ত স্বীকার করেছে সে ১৪ আগস্ট তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে তার দেহ ফেলে দেয়।” তিনি আরও জানিয়েছেন, “আমরা অভিযুক্তকে যখন জিজ্ঞাসাবাদ করি ও বারবার বয়ান বদলাতে থাকে। তাতে সন্দেহ আরও বাড়ে। জেরা করতেই অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত।” দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)