• মণিপুরে সেনার জালে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দুই সদস্য
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে সেনার জালে ধরা পড়ল মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দুই সদস্য। অসম রাইফেলস জানিয়েছে, ধৃতরা ইউনাইটেড ট্রাইবাল  ভলান্টিয়ার্স গ্রুপের সদস্য। গত শনিবার মণিপুরের সাজিক টাম্পাক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    বুধবার সেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘গোপন সূত্রে খবর আসে, মায়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠীর কিছু সদস্য ভারতে অনুপ্রবেশ করতে চলেছে। সেই মতো আমরা নজরদারি আরও বৃদ্ধি করি। শুরু হয় চিরুনি তল্লাশি। তারপরই ইউনাইটেড ট্রাইবাল ভলান্টিয়ার্স গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।’ ধৃতদের ইতিমধ্যেই চাকপিকারং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।

    প্রসঙ্গত, সোমবার গভীর রাতে মায়ানমারের সার্গিয়াং প্রদেশে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় ভারত। এক রিপোর্ট মোতাবেক, ড্রোন হামলায় নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং-ইউংআং)- এর এক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। যদিও সরকারিভাবে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। যদিও এর আগে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে মায়ানমারে একবার অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু অপারেশন সিঁদুরের ছকে আকাশপথে অভিযানের খবর এই প্রথম প্রকাশ্যে এল। বিগত কয়েকবছর ধরে গৃহযুদ্ধের আগুনে জ্বলছে মায়ানমার। যার জেরে সীমান্তে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতা বেড়েছে। ফলে নজরদারিও বাড়িয়েছে সেনা।
  • Link to this news (প্রতিদিন)