• ‘রাজনীতিতে বাবার সময় শেষ!’ কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনা উসকে দিলেন সিদ্দার ছেলে
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের রাজনীতিতে ফের ‘কাহানি মে ট্যুইস্ট’। এবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ তাঁর ছেলে। কিছুদিন আগেই জল্পনা উসকে দিয়েছিলেন কংগ্রেসের বিধায়ক এইচ এ ইকবাল। এবার সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়া বলেছেন, রাজনীতিতে তাঁর বাবার শেষ সময় চলছে।

    কংগ্রেস শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে বদলের সম্ভাবনা উসকে সিদ্দারামাইয়ার ছেলে বলেছেন, “আমার বাবার রাজনৈতিক জীবন সমাপ্ত হতে চলেছে। এবার তাঁর উচিত মন্ত্রিসভা সহকর্মী সতীশ জারকিহোলির ‘মার্গদর্শক’ হওয়া।” সতীশকে একজন আদর্শ নেতা বলেছেন যতীন্দ্র।

    কর্নাটকে কংগ্রেস সরকারের আড়াই বছর পূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে নতুন মুখ্যমন্ত্রী করার জন্য চাপ সৃষ্টি করা শুরু করেছেন তাঁর অনুগামীরা। গত জুন মাসে সিদ্দারামাইয়াকে দিল্লিতে ডেকে পাঠায় হাইকমান্ড। তিন মাসের মধ্যে সরকারের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির তদন্ত শেষ করে হাই কমান্ডের কাছে জমা দিতে বলা হয়। সেই সঙ্গে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেয় হাইকমান্ড। অন্যথায় মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয় সিদ্দাকে।

    কর্নাটকে ক্ষমতায় ফেরার সময় থেকেই মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে আড়াআড়ি ভাগ হয় দুই শিবির। সকলেই একবাক্যে মেনে নেন, ক্ষমতায় ফিরার পিছনে শিবকুমারের ভূমিকা ছিল অন্যতম। শিবকুমার শিবিরের দাবি ছিল মুখ্যমন্ত্রী পদ নিয়ে আড়াই বছরের ফর্মুলা ঠিক হয়।

    আড়াই বছরের সময়কাল এগিয়ে আসতেই একেরপর এক সমস্যায় জেরবার সিদ্দারামাইয়া। এবার সরাসরি সিদ্দার ছেলের গলায় উলটো সুর মুখ্যমন্ত্রী বদলের জল্পনা ফের উসকে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
  • Link to this news (প্রতিদিন)