কলকাতা থেকে ওড়ার পর ইন্ডিগোর বিমানে বিপত্তি! দুর্ঘটনা রুখতে বারাণসীতে জরুরি অবতরণ
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শ্রীনগরগামী ইন্ডিগোর একটি বিমান। কলকাতা থেকে ওড়ার কিছুক্ষণ পরই আচমকা বিমানটিতে ফুয়েল লিক করতে শুরু করে। দুর্ঘটনা এড়াতে উড়ানটি বারাণসী বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে মোট ১৬৬ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, বুধবার দুপুরে বিমানটি কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল।কিন্তু উড়ানের কিছুক্ষণ পরই বিমানটিতে ফুয়েল লিক করতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। সেই মতো যোগাযোগ করা হয় বারাণসী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই উড়ানটি বিকেল ৪টে ১০মিনিট নাগাদ বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তারপরই বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’দের নামানো হয়।
বিমানটিতে মোট ১৬৬ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর। বলা বাহুল্য, পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে উড়ানটি। কিন্তু কী কারণে এই বিমানটির ফুয়েল লিক হল, তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় বিমান সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।