• ভারতে প্রথম টেলিযোগাযোগ কৃত্রিম উপগ্রহের কারিগর, প্রয়াত মহাকাশবিজ্ঞানী একনাথ চিটনিস!
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা (ISRO) সংস্থার আজকের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন তিনি। প্রয়াত হলেন পদ্মভূষণ মহাকাশবিজ্ঞানী একনাথ বসন্ত চিটনিস। শতবর্ষে ছুঁয়ে জীবনাবসান হল টেলিযোগাযোগের কৃত্রিম উপগ্রহের জনকের।

    ১৯২৫ সালের ২৫ জুলাই মহারাষ্ট্রের কোলাপুরে জন্ম চিটনিসের। সদ্য স্বাধীন দেশকে বিজ্ঞানমুখী করা তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একনাথ চিটনিসের। ইসরো প্রতিষ্ঠার সময় কিংবদন্তি বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন চিটনিস। সেই সময়কার তরুণ বিজ্ঞানীদের দলে ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও। ভাবার ডাকে আমেরিকা থেকে দেশে ফিরে এসেছিলেন চিটনিস। যদিও এরপর ফের নাসায় গিয়ে রকেটের যন্ত্রাংশ নির্মাণের প্রশিক্ষণ নেন তিনি। দেশে ফিরে দেশের প্রথম টেলিযোগাযোগ কৃত্রিম উপগ্রহ ‘ইনসাট’ নির্মাণে নেতৃত্ব দেন। যা ভবিষ্যত ভারতের মহাকাশ গবেষণার পথ প্রশস্ত করেছিল।

    শতায়ু ভারতীয় মহাকাশবিজ্ঞানীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। ১৯৮৫ সালে ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণে সম্মানিত হন চিটনিস।
  • Link to this news (প্রতিদিন)