• AI নাকি আসল? কন্টেন্ট দেখেই বুঝবেন ইউজার, ডিপফেক রুখতে আইন বদলের পথে কেন্দ্র
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এআইয়ের দাপটে ক্রমেই বাড়ছে ভুয়ো ছবি-ভিডিওর দাপট। চড়চড়িয়ে বাড়ছে ডিপফেক। সোশাল মিডিয়ায় ভুয়োর রমরমা রুখতে এবার আইটি আইনে সংশোধন করার কথা ভাবছে কেন্দ্র। এআই কন্টেন্টের উপর লেবেল লাগানো হোক, এমনটাই তথ্যপ্রযুক্তি মন্ত্রক চাইছে বলে জানা গিয়েছে।

    আইটি আইনে ঠিক কীরকম বদল আনতে চাইছে কেন্দ্র? মূলত সোশাল মিডিয়াগুলির উপরেই বড়সড় দায়িত্ব দেওয়া হতে পারে। যদি কোনও ইউজার এআই দ্বারা নির্মিত কন্টেন্ট সোশাল মিডিয়ায় পোস্ট করতে চান তাহলে বেশ কিছু নিয়ম মানতে হবে। প্রথমত ওই ইউজারকে স্পষ্ট জানাতে হবে, তিনি যে কন্টেন্ট আপলোড করছেন সেটা এআই দ্বারা নির্মিত কিনা। ইউজারের বক্তব্য সত্যি কিনা সেটা যাচাই করার উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে সোশাল মিডিয়াগুলিকে। এআই দ্বারা নির্মিত কন্টেন্টের তথ্য সত্যি কিনা, সেটাও যাচাই করতে হবে।

    শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় যে কন্টেন্টগুলি এআই দ্বারা নির্মিত, সেগুলিতে লেবেল লাগানোর প্রস্তাব দিয়েছে মন্ত্রক। ফলে কোনও ইউজার যখন সংশ্লিষ্ট কন্টেন্টটি সোশাল মিডিয়ায় দেখবেন, সঙ্গে থাকা লেবেল দেখে ইউজার বুঝতে পারবেন যে কন্টেন্টটি এআই নির্মিত। আইনের একটি নতুন ধারাও প্রস্তাব করা হবে, এআই কন্টেন্টের সংজ্ঞা নির্ধারণ করার জন্য। আগামী ৬ নভেম্বরের মধ্যে এই প্রস্তাব নিয়ে মতামত জানতে চেয়েছে মন্ত্রক। মূলত আমজনতার মধ্যে এআই কন্টেন্ট এবং ডিপফেকের মতো বিষয়গুলি নিয়ে সচেতনতা বাড়াতেই আইন সংশোধনে কথা ভাবছে কেন্দ্র।

    উল্লেখ্য, সম্প্রতি ডিপফেকের কবলে পড়েছেন একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব। প্রযুক্তির অপব্যবহার করে তৈরি হয়েছে তাঁদের বিকৃত ছবি। এমনকি রাজনৈতিক যুদ্ধেও এআইয়ের মাধ্যমে নানা ছবি-ভিডিও তৈরি করে ভোট টানার চেষ্টা করেছে দলগুলি। কিন্তু সোশাল মিডিয়ায় ভুয়ো ছবি-ভিডিওর রমরমায় এবার রাশ টানতে চাইছে কেন্দ্র। আমজনতা যেন প্রকৃত তথ্য এবং ভুয়োর মধ্যে ফারাক করতে পারেন, সেকারণেই আইটি আইন বদলাতে চাইছে কেন্দ্র।
  • Link to this news (প্রতিদিন)