উৎসবের মরশুমে আসল ‘রাজা’ ইউপিআই! দিনে ৯৪ হাজার কোটির লেনদেনে রেকর্ড ভারতে
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে ‘হিরো’ ইউপিআই পমেন্ট। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনসিপিআই) এর তথ্য থেকে জানা গিয়েছে, উৎসবের মরসুমে রেকর্ড বৃদ্ধি পেয়েছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই-এর ব্যবহার। জানা গিয়েছে, অক্টোবরে গড় দৈনিক লেনদেনের মূল্য সেপ্টেম্বরের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে। ইউপিআই-এ দৈনিক লেনদেনের পরিমাণ, ৯৪ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
অক্টোবর মাস শেষ হতে এখনও এক সপ্তাহ বাকি। বিশেষজ্ঞদের ধারণা ইউপিআই ব্যবহার করে লেনদেনের মূল্যে রেকর্ড হবে অক্টোবর মাসে। জিএসটি-তে পরিবর্তন হওয়ায় কমেছে বিভিন্ন জিনিসের দাম। উৎসবের পাশপাশি জিনিসের দাম কমা এই রেকর্ড লেনদেনের পিছনে অন্যতম কারণ বলেও মনে করা হচ্ছে।
ভারতের সব ডিজিটাল পেমেন্টের প্রায় ৮৫ শতাংশ ইউপিআই-এর মাধ্যমে। উৎসবের মরসুমে, ইউপিআই-এর দৈনিক লেনদেনের পরিমাণও অন্যান্য সময়ের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। দীপাবলির প্রাক্কালে, ইউপিআই-এ একদিনের লেনদেনের হিসেবেও রেকর্ড হয়েছে। একদিনে প্রায় ৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। এই মাসের গড় দৈনিক লেনদেনের পরিমাণ এখনও পর্যন্ত ৬৯.৫ কোটি। সেপ্টেম্বরের ৬৫.৪ কোটি টাকার তুলনায় ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে লেনদেনের পরিমাণ।
সাধারণত, বেশিরভাগ পেমেন্ট প্ল্যাটফর্মে বেতন এবং ইএমআই জমা দেওয়ার কারণে মাসের শুরুতে সর্বোচ্চ লেনদেন দেখা যায়। এর পরে লেনদেনের পরিমাণ কমতে থাকে। মাসের মাঝামাঝি সময়ে দৈনিক ইউপিআই লেনদেন প্রায় ৬০ হাজার কোটি টাকায় নেমে আসে। বিশেষজ্ঞদের ধারণা অক্টোবর মাসে ইউপিআই লেনদেনে রেকর্ড তৈরি হবে।