• বেঙ্গালুরুতে পুলিশের ‘ইনফরমার’ সেজে বাড়িতে ঢুকে যুবতীকে গণধর্ষণ! গ্রেপ্তার ৩
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে পুলিশের ‘ইনফরমার’ সেজে বাড়িতে ঢুকে যুবতীকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ দুষ্কৃতী বাড়িতে ঢুকেছিল। এদের মধ্যে তিন জন ধর্ষণে অভিযুক্ত। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক।

    পুলিশ জানিয়েছে, ঘটনাটি বেঙ্গালুরুর গাঙ্গোন্দানহল্লি এলাকার। ৩০ বছরের নির্যাতিতা তরুণী পশ্চিমবঙ্গের বাসিন্দা। অভিযুক্তের পুলিশের ইনফর্মার সেজে জোর করে বাড়িতে ঢুকে পড়েছিল বলে অভিযোগ। এরপর বাড়িতে গাঁজা বিক্রি হয়, দেহ ব্যবসা চলে ইত্যাদি অভিযোগ এনে ধমকায় তাঁরা। নির্যাতিতার নাবালক ছেলে ও মহিলা বন্ধুদের মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই পাশের একটি ভাড়া বাড়িতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় যুবতীকে! অভিযুক্তরা পালানোর আগে নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

    অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও ডাকাতির মামলা করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাকিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)