• উলুবেড়িয়ায় চিকিৎসককে ধর্ষণের হুমকির ঘটনায় বিজেপির বিক্ষোভে উত্তেজনা, ধ্বস্তাধস্তি পুলিশের সঙ্গে
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উলুবেড়িয়া হাসপাতালের জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি ও শারীরিক নির্যাতনে ঘটনায় বিক্ষোভে বিজেপি। যা নিয়ে ব্যাপক উত্তেজনা পাঁচলায় এসপি গ্রামীণ অফিসের সামনে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি নেতাকর্মীদের। যা নিয়ে পুলিশের সঙ্গে একেবারে ধ্বস্তাধস্তি কাণ্ড বেধে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। রয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

    জানা যায়, উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসককে হুমকির ঘটনার প্রতিবাদে আজ বুধবার পাঁচলায় এসপি গ্রামীণ অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। শুধু তাই নয়, পুলিশ শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করে ডেপুটেশনও জমা দেওয়ার কথা ছিল। সেই মতো সকাল থেকে এসপি গ্রামীণ অফিসের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একাধিক ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা। যদিও এদিন বিজেপি নেতাকর্মীরা প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালটা বিজেপি নেতাকর্মীদের আটকানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। বারবার পুলিশের তরফে মাইকিং করে জমায়েত সরানোর কথা জানানো হয়।

    যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বলে রাখা প্রয়োজন, সোমবার সন্ধ্যায় হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগ ওঠে এক রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। অভিযোগ ওঠে চিকিৎসককে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়। তদন্তে নেমে এক ট্রাফিক হোমগার্ড-সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, মঙ্গলবার আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম শেখ সম্রাট। সব মিলিয়ে এই ঘটনায় ধৃত বেড়ে ৩। যদিও বিজেপির দাবি, ঘটনায় আরও অনেকে জড়িত। তাঁদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ বিজেপির।
  • Link to this news (প্রতিদিন)