ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে নিগ্রহের শিকার তরুণী, বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা!
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কালীপুজোয় ঠাকুর দেখে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে কটূক্তির শিকার তরুণী! প্রতিবাদ করলে হাতে কামড়ও দেওয়া হয়েছে বলে অভিযোগ। বোনকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন দাদা! দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনাটি ঘটেছে চাঁদপাড়া এলাকায়। গতকাল রাতে ওই তরুণী তাঁর বন্ধুর সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরেই জনা কয়েক তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। তাঁদের কটুক্তি করা হয়! সেই ঘটনার প্রতিবাদ করলে তরুণীর সঙ্গে থাকা বন্ধুকে মারধর করা হয় বলে অভিযোগ। তরুণী বাধা দিলে তাঁর হাতেও কামড় দেওয়া হয়! সঙ্গে থাকা যুবকের পিঠেও কামড় দেওয়া হয়!
তরুণী ফোন করে দাদা সুমন সাহাকে ঘটনাস্থলে ডাকেন। সুমন পেশায় চিকিৎসক। তিনি দুষ্কৃতীদের হাত থেকে বোনকে বাঁচাতে যান। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা লোহার রড, কাঠের বাটাম নিয়ে হামলা চালান! রাতের ওই ঘটনায় স্থানীয়রা রাস্তায় বেরিয়ে আসেন। থানাতেও খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ পৌঁছয়। যদিও পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই অভিযুক্তরা। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।