• নৃশংস! চুঁচুড়ায় পথ কুকুরদের উপর ‘অত্যাচার’, কেটে নেওয়া হল কান-চোখ-যৌনাঙ্গ, ক্ষোভ এলাকায়
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: ফের হুগলিতে পথ কুকুরদের উপর অত্যাচার। চুঁচুড়ায় পাঁচটি পথ কুকুরের উপর অমানুষিক অত্যাচার চালিয়ে কেটে নেওয়া হল কান, লেজ। কাটা হয়েছে যৌনাঙ্গও! অবলা জীবের উপর অত্যাচারে দানা বেঁধেছে ক্ষোভ। অভিযুক্ত বা অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

    চুঁচুড়ার ময়নাডাঙায় এলাকার পাঁচটি কুকুরের উপর অত্যাচার হয়েছে বলে খবর আসে চন্দননগরের পশুপ্রেমী সঞ্চিতা পালের কাছে। তিনি গিয়ে দেখেন পাঁচটি পথ কুকুরের উপর অমানুষিক অত্যাচার চালানো হয়েছে। কুকুরগুলির কান, লেজ কেটে নেওয়া হয়েছে। অভিযোগ, তুলে নেওয়া হয়েছে চোখ। কাটা হয়েছে গোপনাঙ্গও। অসুস্থ কুকুরগুলির চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সঞ্চিতা।

    তিনি বলেন, “মানুষের কী হয়েছে জানি না। দিনের পর দিন এই অবলা জীবগুলোর উপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। অসুস্থ কুকুরগুলির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।”

    ময়নাডাঙার চিকিৎসক দম্পতি পিকে ঘোষ, রিনা ঘোষের বাড়িতে বেশ কয়েকটি পথ কুকুর আশ্রয় নিয়েছে। তাদের খাবার দেওয়া থাকা চিকিৎসার ব্যবস্থা করেন দম্পতি। হোমিওপ্যাথি চিকিৎসক পি কে ঘোষ বলেন, “অনেকদিন ধরেই আমার বাড়িতে অনেকগুলি পথ কুকুর আছে। আমি যেখানে যেখানে চেম্বার করি সেখানেও অনেক কুকুর থাকে। গতকাল দেখলাম কুকুরগুলোর উপর অত্যাচার হয়েছে। কোনও সুস্থ স্বাভাবিক মানুষ এমন কাজ করতে পারেন না।” আহত কুকুরগুলির চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)