• পুরুলিয়ার গ্রামে বইছে মদের নদী! পাচারের গাড়ি আটকে বিক্ষোভ মহিলাদের
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: গ্রামে বইছে মদের নদী। গ্যাস সিলিন্ডারের আড়ালে আসছিল পেটি পেটি মদ। গ্রামের মহিলারাই চৌপাট করে দিলেন সব পরিকল্পনা। রাস্তাতেই গ্যাসের গাড়ি আটকে নষ্ট করে দেওয়া হল দেশি মদের বোতল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার জয়পুরে।

    অভিযোগ করা হয়েছে বেশ কিছুদিন ধরেই গ্যাসের সিলিন্ডারের আড়ালে মদ পাচারের ঘটনা চলছিল পুরুলিয়ার জয়পুর থানার শ্রীরামপুরে। খবর পাওয়া গেলেও ধরা যায়নি অভিযুক্তদের। এরপরেই আসরে নামেন গ্রামের মহিলারা। বুধবার সকালে গ্যাস সিলিন্ডার বোঝাই ভ্যানে করে সিলিন্ডারের আড়ালে আসছিল পেটি পেটি দেশি মদ। কিন্তু গ্রামের মহিলারাই যেন আজকের সিবিআই। গোপন খবর পেয়েই তাঁরা রওনা দেন শ্রীরামপুর হাইস্কুলের সামনে। মুহূর্তে ঘিরে ফেলেন ভ্যান। তারপর যা ঘটল, তা সিনেমাকেও হার মানায়। গ্যাস সিলিন্ডারের আড়ালে লুকোনো মদের পেটিগুলো একে একে বেরিয়ে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রাস্তায় ফেলে দেন সব বোতল। ভেঙে ফেললেন একে একে ১৩টি পেটি।

    দেশি মদের বোতল ভাঙায় রাস্তা জুড়ে গড়িয়েছে ‘মদের নদী’। এরপরেই এলাকাজুড়ে শুরু হয় বিক্ষোভ-মিছিল। গ্রামের মহিলাদের দাবি, মদের নেশায় যুব সমাজ নষ্ট হচ্ছে। মদ বিরোধী আন্দোলনের মুখ উত্তরা মাহাতো বলেন, ‘মদ খেয়ে বাড়ির মহিলাদের মারধর করছেন এলাকার পুরুষরা। রোজগারের সব টাকা মদ খেয়ে নষ্ট করছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। মদ বিক্রি বন্ধ না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের বাসিন্দারা। এদিকে, ঘটনার পর থেকেই ভ্যানের চালক উধাও। খবর এলাকায় আসে জয়পুর থানার পুলিশ। মদ পাচারের ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
  • Link to this news (প্রতিদিন)