প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা: ফের ইডির মুখোমুখি কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা
প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
ফারুক আলম, বিধাননগর: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির মুখোমুখি কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এর আগে দু’বার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। কিন্তু আজ বুধবার ফের চন্দ্রনাথ সিনহাকে তলব করা হয় বলেই খবর। এরপরেই এদিন দুপুরে সল্টলেকে ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই ভিতরে ঢুকে যান তৃণমূল বিধায়ক। তবে তাঁর হাতে বেশ কিছু ফাইল এবং নথি দেখা যায়। কোনও নথি জমা দিতেই এদিন ইডি দপ্তরে চন্দ্রনাথ সিনহা? যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। এরপর পরেই তাঁর বাড়িতে একাধিকবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশিতে একাধিক নথি উদ্ধার হয়। শুধু তাই নয়, উদ্ধার হয় ৪১ লক্ষ টাকার নগদ। ইতিমধ্যে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
পালটা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। আদালতে কেন্দ্রীয় এই তদন্তকারী জানায়, “২০২৪ সালে ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মোবাইল পাওয়া গিয়েছে। যা যা লিংক পাওয়া গেল ওনার বিরুদ্ধে আমরা সেগুলো নিয়ে তদন্ত করার জন্য তাঁকে হেফাজতে নিতে চাই।”
যদিও এই সংক্রান্ত শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। বিচারক তোপ দেগে ইডিকে বলে, “২৪ সালের মার্চ মাসে ওনার বাড়িতে সার্চ করেছিলেন। ওই সময় আপনাদের কাছে যাবতীয় স্টেটমেন্ট, নথি ছিল। ১১ মাস চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না কেন?” দীর্ঘ শুনানি শেষে আদালত নিয়োগ দুর্নীতির ইডির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখে ব্যাঙ্কশাল আদালত। তবে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে বলেই নির্দেশে জানায় আদালত।