• ‘সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি’, নিয়োগ দুর্নীতিতে ৯ ঘণ্টা জেরা শেষে বললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • ফারুক আলম, বিধাননগর: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। নতুন করে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে আজ বুধবার তাঁকে তলব করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জানা যায়, বেশ কিছু নথি নিয়েও আসতে বলা হয়। সেই মতো নির্ধারিত সময়েই সল্টলেকে ইডির দপ্তরে পৌঁছে যান রাজ্যের কারামন্ত্রী। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তিনি বলেন, ” আদালতের নির্দেশ ছিল, ইডি ডাকলেই আমাকে আসতে হবে। আজ ডেকেছিল। আমি এসেছি।” শুধু তাই নয়, যা যা প্রশ্ন ছিল তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন বলেও এদিন জানান মন্ত্রী। একইসঙ্গে বেশ কিছু নথিও তলব করে ইডি। তাও এদিন জমা দিয়েছেন বলে জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা।

    আগেই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইডি সূত্রে খবর, তল্লাশিতে কুন্তল ঘোষের একটি ডায়েরি পাওয়া যায়। যেখানে প্রায় শতাধিকেরও বেশি জনের নাম রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে দাবি ইডি সূত্রে। সেই সূত্রেই বিধায়কের বাড়িতে একাধিকবার তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি এবং প্রায় ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। ইতিমধ্যে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

    সেই মতো পুজোর আগেও এই সংক্রান্ত মামলায় স্বস্তি পান তিনি। মন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। যদিও তদন্তে সবরকমভাবে তাঁকে সাহায্য করতে হবে বলে নির্দেশে জানায় আদালত। সেই মতো এদিন চন্দ্রনাথ সিনহাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই এদিন তদন্তের মুখোমুখি হলেন। তবে ফের ডাকা হবে কিনা, এই প্রসঙ্গে মন্ত্রী জানান, এই বিষয়ে কিছু জানা যায়নি । 
  • Link to this news (প্রতিদিন)