• SIR নিয়ে বিজেপিতেই গৃহযুদ্ধ, মতুয়াদের নাম বাদ পড়ার শঙ্কা নিশীথ-অসীমের
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: ভোটার তালিকায় এসআইআর নিয়ে এবার কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গেল বিজেপিতেই। দলের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে শুরু করে হরিণঘাটার গেরুয়া বিধায়ক অসীম সরকার- সকলেরই আশঙ্কা ,এসআইআর চালু হলে মতুয়াদের একটা বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। বিজেপি তথা শুভেন্দু অধিকারীদের ঘোষিত নীতি অনুযায়ী এসআইআরে এই ‘বাদ যাওয়া’ ভোটারদের বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব‌্যাক করা হবে। এমন আশঙ্কার মধ্যেই অসীম সরকার সেক্ষেত্রে নিজের দলকেই ‘ছেড়ে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এতে বিজেপি নিঃসন্দেহে চাপে পড়তে চলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।

    এসআইআর প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বুধবার আশঙ্কা জানিয়ে বলেন, নির্বাচন কমিশনের এই নয়া পদক্ষেপে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। আর মতুয়া সম্প্রদায়ের পরিচিত নেতা, বিধায়ক ও কীর্তনীয়া অসীম সরকার প্রকাশ্যেই রীতিমতো হুমকি দেন, ‘‘মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনওরকমভাবে যদি হেলাফেলা করা হয় তবে বিজেপিকে কিন্তু ছেড়ে কথা বলা যাবে না।’’ নাগরিকত্ব নিয়ে বিজেপিকে সরাসরি অসীম এমন হুমকি দিতেই সঙ্গে থাকা পার্ষদ ও মতুয়া সম্প্রদায়ের সকলেই সমস্বরে ‘হরিবোল’ ধ্বনি দিয়ে সমর্থন করেন। যদিও বুধবারই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলের ঘোষিত কর্মসূচি ফের উল্লেখ করে বলেন,‘‘একজন প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে তার ফল ভালো হবে না। তৃণমূল কংগ্রেস সমস্ত বৈধ ভোটারের পাশে ছিল, আছে, থাকবে।’’

    উল্লেখ্য আগেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় ও অভিষেক বন্দ্যোপাধ‌্যায়, দু’জনেই পৃথকভাবে জানিয়ে দিয়েছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে দিল্লিতে ১ লাখ মানুষকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘেরাও হবে। এদিনও তৃণমূলের তরফে তথ‌্য ও পরিসংখ‌্যান দিয়ে বলা হয়েছে, মাত্র পাঁচ মাসে আট কোটি ভোটার নিয়ে এসআইআর করা সম্ভব নয়। বিশেষ করে কোন ভোটার তালিকা ধরে করা হবে তা যখন এখনও স্পষ্ট নয়, তাই এসআইআর বন্ধ রাখা হোক। এদিন কুণাল আরও বলেন, ‘‘ওঁদের(বিজেপি) নেতারাই তো বলছেন, এসআইআরে নাম বাদ গেলে মতুয়ারা বিজেপিকে ছেড়ে কথা বলবে না। আগে ঘর সামলাক বিজেপি, পরে কথা হবে।’’ এরপরই কুণালের ফের জোরালো দাবি,‘‘এসআইআর হোক, আর যাই হোক, ২৫০ এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ‌্যায়ের মুখ‌্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা।’’
  • Link to this news (প্রতিদিন)