• চাঁদা নিয়ে বিবাদ, মারধর বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে
    আনন্দবাজার | ২২ অক্টোবর ২০২৫
  • বিশেষ চাহিদাসম্পন্ন এক কলেজছাত্রকে মারধরের অভিযোগ উঠল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার যোগেন্দ্র গার্ডেনে। নির্যাতিত ওই তরুণ রাতেই থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে, মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গল হালদার নামে ওই ছাত্রের বাড়ির নীচে একটি ক্লাব রয়েছে। সেইক্লাবের নামে চাঁদা তুলে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন মঙ্গল।ওই ছাত্র বলেন, ‘‘সোমবার রাত তখন সাড়ে ১১টা। আমি বাড়িঢোকার সময়ে পাড়ার তিন জন ডেকে হুমকির সুরে বলে, জগদ্ধাত্রীপুজোয় যেন ক্লাবের নামে আমি চাঁদা না তুলি। এর প্রতিবাদ করায় ওই তিন জনের সঙ্গে আমার বাদানুবাদ শুরু হয়।’’ মঙ্গলের অভিযোগ,আচমকাই তিন যুবক তাঁকে মারধর করতে শুরু করে। অভিযোগ, ওই ছাত্রের ডান গালে ঘুষি মেরে রক্ত বার করে দেওয়া হয়। মঙ্গলের কাকা এসে প্রতিবাদ করলে তাঁকেও রেহাই দেয়নি অভিযুক্তেরা। এর পরে তারা এলাকা ছেড়ে পালায়।

    শেষে আক্রান্ত যুবকের ফোন পেয়ে পুলিশ আসে। রাতেই এম আর বাঙুর হাসপাতালে মঙ্গলেরমেডিক্যাল পরীক্ষা করানো হয়। পরে ওই তরুণ কসবা থানায় অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)