গোটা এক দিন পেরিয়ে গেলেও বিধাননগরের দত্তাবাদে প্রাক্তন পুরপ্রতিনিধির উপরে হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারল না বিধাননগর পুলিশ। সোমবার সকালে নিজের ৩৮ নম্বর ওয়ার্ডের অফিসের সামনে আক্রান্ত হন স্থানীয় তৃণমূল নেতা তথা ওই ওয়ার্ডের প্রাক্তন পুরপ্রতিনিধি নির্মল দত্ত। অভিযোগ, বন্দুক নিয়ে তাঁর উপরে চড়াও হয় এক দুষ্কৃতী। গুলি ছোড়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় বন্দুকের বাট দিয়ে মেরে নির্মলের মাথা ফাটিয়ে চম্পট দেয় সে। পুলিশ সূত্রের অবশ্য খবর, যে পথ ধরে অভিযুক্ত পালিয়েছে, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। অপরাধী শীঘ্রই ধরা পড়বে।
তবে, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন নির্মল। মঙ্গলবার ওই নেতা জানান, ঘটনার পর থেকে ওয়ার্ড অফিসে গেলে তাঁর সঙ্গে এক জন পুলিশকর্মীকে দিচ্ছে বিধাননগর পুলিশ-প্রশাসন। কিন্তু এর পরেও চিন্তা যাচ্ছে না। কে হামলা চালাল, কারণই বা কী— সে সব নিয়ে তিনি পুরোপুরি অন্ধকারে। ঘটনার পরিপ্রেক্ষিতে দত্তাবাদের স্থানীয় লোকজন প্রশ্ন তুলেছেন, শাসকদলের এক নেতার উপরে যদি দিনের আলোয় এমন হামলা হতে পারে, তা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
ঘটনাচক্রে, ৩৮ নম্বর ওয়ার্ডের পাশের ওয়ার্ডের একটি আবাসনে সম্প্রতি ঘাঁটি গেড়েছিল রাজস্থানের একটি খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত। পরে অবশ্য কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করতেসমর্থ হয়। স্বাভাবিক ভাবেই, নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ। যদিও পুলিশের একাংশের দাবি, আগের তুলনায় নজরদারি বেড়েছে। হামলার ঘটনার তদন্তে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।