• কেরলে নবনির্মিত হেলিপ্যাডে আটকে গেল চাকা, দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির কপ্টার
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • তিরুবনন্তপুরম: কেরলে দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। অবতরণের সময় ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ চপারের ভারে ভেঙে যায়  নবনির্মিত হেলিপ্যাডের একটি অংশ।  তার ফলে কপ্টারের একটি চাকা মাটিতে আটকে যায়। একদিকে কিছুটা কাত হয়ে যায় হেলিকপ্টারটি। কেরলের প্রমাদমে রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও রাষ্ট্রপতি সুরক্ষিত রয়েছেন। তাঁর কোনও চোটআঘাত লাগেনি। রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তাঁর সুস্থ দীর্ঘায়ু কামনা করি।

    জানা গিয়েছে, গত মঙ্গলবার চারদিনের সফরে কেরল পৌঁছেছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে তাঁর শবরীমালা মন্দিরে যাওয়ার কথা ছিল। সেখানে অবতরণের পর গাড়িতেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন মুর্মু। কিন্তু, কেন এই বিপত্তি? প্রশাসন সূত্রে খবর,  পাম্বার কাছে নীলাকলে অবতরণের কথা ছিল হেলিকপ্টারটির। কিন্তু, সেখানকার আবহাওয়া খারাপ থাকায় সফরের রুট বদলানো হয়। চপারটিকে প্রমাদমে অবতরণের সিদ্ধান্ত নেন আধিকারিকরা। সেইমতো রাতারাতি তৈরি করা হয় হেলিপ্যাডটি। কিন্তু, সময় কম থাকায় কংক্রিট ঠিক মতো জমেনি। এরফলেই বিপত্তি। প্রায় ৭ হাজার ১০০ কেজির হেলিকপ্টারটি হেলিপ্যাডে নামতেই কাঁচা অংশ ভেঙে চাকা খানিকটা বসে যায়। সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ, দমকলকর্মীরা ছুটে আসেন। ঠেলে চপারটিকে গর্ত থেকে তোলা হয়। রাষ্ট্রপতি সড়কপথেই গন্তব্যের উদ্দেশে রওনা হওয়ার পর সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি একদিকে কিছুটা হেলে গিয়েছে। দমকল ও পুলিসকর্মীরা ঠেলে সেটিকে তোলার চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণের পর তাঁরা সফল হন। চাকা যাতে গড়িয়ে না যায়, সেজন্য চাকার পিছনে একটি ব্লকও রেখে দেওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)