• শিক্ষক বদলির প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ, পুলিশের লাঠিতে জখম ১২
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: রেহাই নেই পড়ুয়াদেরও।  দুই শিক্ষকের বদলির প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ত্রিপুরার একটি বিদ্যালয়ে। বুধবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করে ছাত্রছাত্রীরা। সেইসঙ্গে চলে বিক্ষোভ প্রদর্শন। শেষপর্যন্ত ওই পড়ুয়াদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ির রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় জখম কমপক্ষে ১২ জন পড়ুয়া। ডাবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্যে পড়ুয়াদের উপর লাঠি চালানোর ঘটনা ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

    দুই শিক্ষকের বদলির নির্দেশ জারির পর ক্ষোভে ফেটে পড়ে  ছাত্রছাত্রীরা। জোলাইবাড়ি-ঋষ্যমুখ সড়কে পথ অবরোধ করে পড়ুয়ারা। সেই বিক্ষোভ হটাতে পুলিস লাঠিচার্জ করে বলে পড়ুয়াদের অভিযোগ। বেশ কয়েকজন পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন।
  • Link to this news (বর্তমান)