পাটনা: আগেই প্রতিশ্রুতি মিলেছিল। সেইমতো দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। কিন্তু বিহার ভোটের দিনকয়েক আগেই স্বপ্নভঙ্গ হল। অনেক চেষ্টা করেও কংগ্রেসের টিকিট পেলেন না ‘মাউন্টেন ম্যান’ দশরথ মাঝির ছেলে ভগীরথ মাঝি।
পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন দশরথ মাঝি। আজও স্মরণীয় মাউন্টেন ম্যানের সেই অবদান। সম্প্রতি তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গয়ায় গিয়ে দেখা করেছিলেন দশরথের ছেলে ভগীরথের সঙ্গে। চলতি বছরের শুরুর দিকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভগীরথ মাঝি। শোনা যায়, বিহারে ভোটে তাঁকে কংগ্রেসের প্রার্থী করার কথাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ টিকিট না পেয়ে কার্যত হতাশ ভগীরথ। তাঁর কথায়, ‘দিল্লিতে গিয়ে চারদিন ছিলাম। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে দেখাই করতে পারলাম না। উনি বলেছিলেন - বিধানসভা ভোটে টিকিট দেবেন। কিন্তু খালি ফিরতে হয়েছে।’