চেন্নাই: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। উপকূলীয় বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। তোন্ডি, পাম্বান, মীনাম্বকম, করাইকাল, নাগাপট্টিনাম, মাদুরাই, তিরুচিরাপল্লি, সালেম সহ বহু জেলারই বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। অবশ্য এই অবস্থাতেই আবহাওয়া দপ্তরের তরফে আশঙ্কার কথা শোনানো হয়েছে। তামিলনাড়ুর পাশাপাশি পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সহ বঙ্গোপসাগর উপকূলে আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব আরব সাগরেও নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে সেটি লাক্ষাদ্বীপের ৬৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিম এবং গোয়ার পানজিমের ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ভারতীয় আবহাওয়া বিভাগের খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই নিম্নচাপের জেরে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হবে। কাজেই আরও দু’দিন তামিলনাড়ু সহ দেশের দক্ষিণ প্রান্তের রাজ্যগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে।
তামিলনাড়ুর কুড্ডালোরে বৃষ্টির সময় একটি বাড়ি ভেঙে দুই মহিলার মৃত্যুর খবর মিলেছে। বুধবার সকালে নতুন করে চেন্নাই, তেঙ্গালপাট্টু এবং কাঞ্চিপুরমে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিভিন্ন জেলায় নজরদারির জন্য ১২ জন সরকারি অফিসারকে মোতায়েন করেছেন। উপকূলীয় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি চলছে ত্রাণকাজেরও তদারকি। তামিলনাড়ুর মতো আর এক দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গালপুদি অনিথা নিজে সে রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখছেন। রাজ্যবাসীর কাছে তিনি আর্জি জানিয়েছেন, খুব প্রয়োজন না পড়লে বাড়ি বাইরে কেউ যেন না বের হন।