সেটিং তত্ত্ব কংগ্রেসের, পিএম শ্রী: কেরলে সিপিআইয়ের নিশানায় সিপিএম
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
তিরুবনন্তপুরম: কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির বিরোধী রাজ্যগুলির তালিকায় প্রথমসারিতে ছিল কেরল। অপ্রত্যাশিতভাবে সেই নীতি থেকে সরে এসে কেন্দ্রের পিএম শ্রী প্রকল্পের দিকেই ঝুঁকেছে সেখানকার বাম সরকার। তা নিয়ে এবার ক্ষমতাসীন এলডিএফের অন্দরে দ্বন্দ্ব শুরু হয়েছে। বুধবার ঘুরিয়ে সিপিএমকে নিশানা করল সিপিআই। দলের রাজ্য সম্পাদক বিনয় বিশ্বমের সাফ বার্তা, ‘কোনওভাবেই এ রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে না। যতদূর জানি, একমাত্র জাতীয় শিক্ষানীতি কার্যকর হলেই পিএম শ্রীর আওতায় বরাদ্দ টাকা মিলবে। কোনওভাবেই এই চক্রান্ত মেনে নেওয়া যায় না।’ এদিকে কেরলের শিক্ষামন্ত্রী ভি সিভানকুট্টির সাফাই, শিক্ষাদপ্তর কেন কেন্দ্রের টাকা নেবে না? স্বাস্থ্য ও কৃষিদপ্তর তো ইতিমধ্যেই কেন্দ্রের টাকার জন্য আবেদন করেছে। এর জেরেই শাসক জোটের অন্দরে দুই শরিক দলের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে।
যদিও পুরো বিষয়টিতে ‘বিজেপি ও সিপিএমের সেটিং তত্ত্ব’ দেখছে হাতশিবির। কংগ্রেস নেতা কেসি বেনুগোপালের কথায়, শুধুমাত্র পিএম শ্রী নয়, কেরলের যে কোনও নিত্যনতুন ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি ও সিপিআইএম। ভিতরে ভিতরে তাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। শুধুমাত্র বাইরে বিরোধিতার অভিনয় করে। পুরোটাই আইওয়াশ।