কলকাতা থেকে শ্রীনগরগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, বিপত্তি এয়ার ইন্ডিয়া উড়ানেও
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
বারাণসী: ফের বিমান বিভ্রাট। বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল কলকাতা থেকে শ্রীনগরগামী বিমানের। জানা গিয়েছে, বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর মাঝআকাশেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয় উড়ানে। সেন্সরে ত্রুটির জেরে ‘ফুয়েল লিকে’র অ্যালার্ম বেজে ওঠে বলে সূত্রের খবর। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের অনুমতি চেয়ে বারাণসীর এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) যোগাযোগ করেন পাইলট। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের রানওয়ে খালি করে দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর বিকেল ৪টে ১০ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে বারাণসীতে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলি যান্ত্রিক ত্রুটির বিষয়টি খতিয়ে দেখে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প উড়ানের ব্যবস্থা করে বিমান পরিবহণ সংস্থা।
এর আগে টেকনিক্যাল সমস্যার কারণে এদিন রওনা দেওয়ার পর
মুম্বই বিমানবন্দরে ফিরে আসে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। নিরাপদ অবতরণের পর বিমানটি পরীক্ষা করে দেখা হয়। সংস্থার দাবি, যাত্রীদের জন্য হোটেল এবং বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।