ভুটানের সঙ্গে রেলপথে জুড়বে ভারত, বরাদ্দ ৪ হাজার কোটি
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুটানকে রেলপথে জুড়তে চলেছে ভারতীয় রেল। সেই কাজে আরও একধাপ এগিয়ে গেল উত্তর-পূর্ব সীমান্ত রেল। নিম্ন অসমের কোকড়াঝার থেকে ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব গ্যালিফু পর্যন্ত ৬৯ কিমি ও জলপাইগুড়ির বানারহাট থেকে ভুটানের সামচি পর্যন্ত ২০ কিমি রেলপথ তৈরি হবে। ভুটানকে জুড়তে এই দুই রেলপথের জন্য ভারতীয় রেল বোর্ড ৪ হাজার ৩৩ কোটি টাকা বরাদ্দ করেছে।
বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই অর্থ বরাদ্দের কথা জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দেবেন্দ্র সিং। তিনি বলেন, ২০২৭ সালেই সেভক থেকে রংপো রেলপথে যাত্রীবাহী ট্রেন চালানো হবে।
ভুটানের গ্যালিফু প্রতিবেশী দেশের ইন্ডাস্ট্রিয়াল হাব। অন্যদিকে, সামচি ভুটানের একটি শিল্পাঞ্চল শহর। ডিআরএম দেবেন্দ্র সিং বলেন, ভুটানের ওই দু’টি শহর শিল্পাঞ্চল এলাকা। ওই দুই শহর রেলপথে যুক্ত হলে ভারতের সঙ্গে ভুটানের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। ভুটানের সঙ্গে ওই দুই রেলপথ তৈরির জন্য ভারতীয় রেল বোর্ড ৪ হাজার ৩৩ কোটি টাকা বরাদ্দ করে পাঠিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাছে। ডিআরএম বলেন, কামাখ্যাগুড়ি ও বীরপাড়ায় লেভেল ক্রসিংয়ে আরওবি তৈরির চূড়ান্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব ইতিমধ্যেই রেল বোর্ডে পাঠানো হয়েছে।
এদিকে, কালচিনির হাসিমারা থেকে জয়গাঁ হয়ে ভুটানের ফুন্টশোলিং পর্যন্তও রেলপথ চালুর দাবি উঠেছে আলিপুরদুয়ারের বিভিন্ন মহলে। আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, ভুটানের গ্যালিফু ও সামচিকে রেলপথে যুক্ত করার জন্য ভারতীয় রেলকে অবশ্যই স্বাগত জানাচ্ছি আমরা। তবে আমাদের দাবি, হাসিমারা থেকে জয়গাঁ হয়ে ভুটানের ফুন্টশোলিং পর্যন্ত রেলপথ তৈরি করতে হবে। এতে ভুটানের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটবে বলে আমাদের ধারণা।