• ভাইফোঁটায় ইলিশ-গলদার দামে ছেঁকা, সবজিও আগুন
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেঙ্গালুরু থেকে ভাই আসছে ফোঁটা নিতে। বুধবার হাওড়ার কালীবাবুর বাজারে ২২০০ টাকা কেজি দরে ইলিশ কিনলেন স্বাতী সিনহা। সঙ্গে ১৪০০ টাকা কিলো দরে গলদা। ভাইফোঁটার আগে বাজার আগুন। বাগদা বিকোচ্ছে ৮০০ টাকা কেজি দরে। গলদার দামই শুরু ১৪০০ থেকে। বড় ইলিশ ২২২০ টাকা কেজি। ছোট হলে ১৮০০। ভাইফোঁটা বলে কথা। ভাইয়ের মঙ্গলকামনার পর তার পাতে পছন্দের খাবারদাবার তুলে দিতে না পারলে মন খারাপ হয় দিদির-বোনের। তাই কিনতেই হয়। কিনতেও হল।

    মিষ্টি ছাড়া ভাইফোঁটা ভাবা যায় না। থালা ভর্তি করে মিষ্টি দেওয়া বাংলার রীতি। ক্ষীরকদম, রাজ চমচম, ডাব সন্দেশ থেকে বেকড রসগোল্লা, খাজা-গজা-পেঁড়াকিতে পাত সাজবে ভাইয়ের। মিষ্টির দোকানে লম্বা লাইন। বুধবার সকাল থেকেই হাওড়া শহরের প্রসিদ্ধ মিষ্টির দোকানগুলি ভিড়ে ঠাসা। কিনতে এসেছিলেন স্নিগ্ধা ভট্টাচার্য। বললেন, ‘এখন তো ভাইরা ক্ষীরের মিষ্টি খেতেই চায় না। চকোলেট কিংবা ড্রাই ফ্রুট দেওয়া ফিউসন মিষ্টিগুলি দিলে সোনা মুখ করে খায়।’ 

    এদিকে কালীবাবুর বাজার, কদমতলা বাজার, হরগঞ্জ বাজার, শিবপুর বাজার, ইছাপুর বাজারে ইলিশ কিনতে সকাল সকাল ঢুঁ মারছিলেন অনেকে। ভাইফোঁটায় ইলিশের বিক্রি ভালো বলেই জানালেন বিক্রেতারা। দেখা গিয়েছে, বাজার ভেদে বাগদা বিকিয়েছে ৮০০ টাকা কেজি দরে। গলদা চিংড়ির দাম ১৪০০ টাকার উপর। পমফ্রেট ও ভেটকি ৭০০ টাকা। খাসির মাংস ৯০০ ও মুরগির মাংস ২২০ টাকা কেজিতে বিকিয়েছে বাজারগুলিতে। 
  • Link to this news (বর্তমান)