• দেগঙ্গায় ফাঁকা বাড়িতে চুরি, এলাকায় চাঞ্চল্য
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল দেগঙ্গায়। আলমারি ভেঙে বিভিন্ন জিনিসপত্র হাতিয়েছে দুষ্কৃতীরা। তবে বাড়ির মালিক না থাকায় কী কী খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে বেড়াচাঁপা বিডিও অফিসপাড়া সংলগ্ন শানপুকুর টাকি রোডের ধারে রং ব্যবসায়ী সুমিত মজুমদারের বাড়িতে। ঘটনা জানাজানি হতেই গোটা বিষয়টি সরেজমিনে তদন্ত করেছে দেগঙ্গা থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সুমিত ও স্ত্রী মৌমিতা ছেলেকে পুনের একটি স্কুলে ভর্তি করতে গিয়েছেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। বুধবার সকালে বাড়ির পরিচারিকা বাইরে থেকে দেখেন, ঘর লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। পরিচারিকা শুরু করেন চিৎকার। এরপর প্রতিবেশীদের উপস্থিতিতে ঘরে ঢুকে দেখেন, একের পর এক আলমারি ভাঙা। সোনার গয়নার বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনার কথা শোনার পর সুমিত ফোনে বলেন, আমি বাইরে রয়েছি। কী কী চুরি গিয়েছে বুঝতে পারছি না। বাড়ি ফিরে বলতে পারব।
  • Link to this news (বর্তমান)