• মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ, ধৃত
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: কালীপুজোর আগের রাতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাইফুল আলম (৩৫)। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুর থানার কোটরা পঞ্চায়েত এলাকায় বাড়ি মানসিক ভারসাম্যহীন কিশোরীর। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু বিকেলে হয়ে গেলেও তার খোঁজ পায়নি পরিবারের লোকজন। রাতে কদম্বগাছি পঞ্চায়েতের পীরগাছা এলাকার বন্ধ একটি ইটভাটার ভিতরে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা। তড়িঘড়ি সেখান থেকে বারাসত হাসপতালে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন জানতে পারেন, মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এরপরই নির্যাতিতার পরিবার অভিযোগ জানাতে গিয়েছিল দত্তপুকুর থানায়। কিন্তু প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করা হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার।
  • Link to this news (বর্তমান)