নিজস্ব প্রতিনিধি, বরানগর: মঙ্গলবার রাতে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের নীচে এক যুবতীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। পুলিশ অভিযুক্ত যুবক বাবলু মাদি ওরফে পদাকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি রামচন্দ্রপুর। জানা গিয়েছে, আলমবাজার এলাকার বাসিন্দা এক যুবতী মঙ্গলবার রাতে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিলেন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে নেমে তিনি স্কাইওয়াকের নীচ দিয়ে আলমবাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত বাবলু ওই যুবতীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ওই যুবতী তখন তাঁকে চড়ও মারেন। পাল্টা তিনি ওই যুবতীকে মারধর করেন বলে অভিযোগ। যুবতীর চিৎকারে আশপাশের বাসিন্দারা জড়ো হয়ে যান। যুবতীর দাবি, স্থানীয় বাসিন্দারা দৌড়ে এলেও অভিযুক্তকে ধরতে কেউ কোনও পদক্ষেপ নেননি। ফলে ওই যুবক চম্পট দেন। পরে তিনি দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে।যদিও ধৃত যুবক জানিয়েছেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি দ্রুত যাচ্ছিলেন। তখনই যুবতীর সঙ্গে তাঁর ধাক্কা লাগে। পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর বয়ান ও অভিযুক্তের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ করা হবে।