কটূক্তির প্রতিবাদ করায় তরুণী ও তাঁর বন্ধুকে মারধর, ধৃত ৪
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: কালীঠাকুর দেখে বাড়ি ফেরার সময় তরুণীকে কটূক্তি। তার প্রতিবাদ করায় ওই তরুণী ও তাঁর বন্ধুকে মারধর করেন চার যুবক। খবর পেয়ে তরুণীর পরিবারের সদস্যরা ছুটে আসেন। তখন তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। ওই যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন তরুণী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া সংলগ্ন এলাকায়। ঘটনায় বুধবার রাতে চাঁদপাড়া এলাকা থেকে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা বাবান রায় ওরফে বাপ্পা (১৯), জয়ন্ত দত্ত (২২), আকাশ দাস (১৯), অরিন্দম রায় ওরফে অরূপ (৩৯)। মঙ্গলবার রাত পৌনে একটা নাগাদ বন্ধুর সঙ্গে স্কুটি করে ঠাকুর দেখে চাঁদপাড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন ওই তরুণী। সেই সময় চারজন যুবক তাঁকে কটূক্তি করেন। এর প্রতিবাদ করেন তরুণী। তখন এক যুবক তাঁকে মারধর শুরু করেন। তরুণীর বন্ধু ঠেকাতে এলে তাঁকেও মারধর করা হয়। এরপর দাদাকে ফোন করেন ওই তরুণী। দ্রুত দাদা ও পরিবারের সদস্যরা চলে আসেন। তখন তাঁদেরকেও মারধর করেন অভিযুক্তরা।তরুণী জানান, অভিযুক্তরা রেললাইনের পাথর দিয়ে তাঁকে মারেন। তাঁর নাক ফেটে যায়। হাতেও কামড়ে দেন। রাস্তায় পড়ে থাকা বাঁশ, কাঠ দিয়ে দাদা ও বন্ধুকে বেধড়ক মারধর করেন তাঁরা। রাতেই থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগকারিণীর দাবি, ওই যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনায় আতঙ্কিত ওই তরুণী রাতে মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।