• স্ত্রীর খোঁজ দিতে পারেননি, রাগে প্রতিবেশীর মাথা ফাটালেন যুবক
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে ছিলেন না স্ত্রী। তাঁর খোঁজ করতে প্রতিবেশী এক মহিলার বাড়িতে যান রং মিস্ত্রি স্বামী। কিন্তু মহিলা কিছু জানেন না বলে জানিয়ে দেন। অভিযোগ, এরপরই আচমকা একটি ইট দিয়ে আঘাত করে ওই মহিলার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় শক্তি মণ্ডল নামে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আক্রান্ত তাঁর ১২ বছরের ছেলেও। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার রানাভূতিয়া এলাকায়। বুধবার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা।

    জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত নিলয় বিশ্বাস। তিনি পেশায় রঙের মিস্ত্রি। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে রেগে যান তিনি। এরপরই ওই প্রতিবেশীর বাড়িতে যান। কিন্তু অভিযোগ, প্রতিবেশী মহিলা স্ত্রীর খোঁজ দিতে না পারায় আচমকাই ইট দিয়ে তাঁর উপর হামলা করেন নিলয়বাবু। 

    মহিলা বলেন, আমার ঘরে জোর করে ঢুকে পড়েন নিলয়। গালিগালাজ করতে করতে একটি ইট নিয়ে মারতে আসেন। আমার ছেলে সামনে চলে এলে ওকেও মারধর করেন। এরপর আমার মাথায় ইট দিয়ে মেরে পালিয়ে যান। এলাকার বাসিন্দারা আমাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। 

    ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিলয়ের সঙ্গে ওই মহিলার পুরনো কোনও বিবাদ ছিল কি না, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)