নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাতে গিয়ে প্রতারিত হলেন বিচারপতি। ঘটনাটি ঘটেছে সরশুনা থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজয় নস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিচারপতি ইন্টেরিয়র ডিজাইন করাবেন বলে লোক খুঁজছিলেন। তখন বিজয় নস্কর তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ইন্টেরিয়রের কাজের জন্য বিচারপতি সব মিলিয়ে ২৫ লক্ষ টাকা পেমেন্টও করেন তাঁকে। কিন্তু অভিযোগ, চুক্তি অনুযায়ী কাজ করেননি ওই ডিজাইনার। কাঁচামালের গুণমান খারাপ হওয়ায় অল্পদিনের মধ্যে তাতে নোনা ধরতে শুরু করে। এরপরই বিচারপতি অভিযোগ করেন সরশুনা থানায়।