• আনন্দপুরে বাড়িতে চুরি, আকড়া থেকে ধৃত
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনন্দপুর থানার মার্টিনপাড়ায় বাড়ির সদর দরজার তালা ভেঙে গয়না সহ প্রায় ১০ লক্ষ টাকার চুরির কিনারা করল লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকড়া সন্তোষপুর থেকে শেখ ইসরাফিলকে (৪৬) গ্রেফতার করেছে লালবাজার। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।  ঘটনার সূত্রপাত, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ছ’টা নাগাদ। বাড়ি তালাবন্ধ রেখে বাড়ি ঠাকুর দেখতে বেরিয়েছিল পরিবারের সবাই। সেই সুযোগে দুষ্কৃতীদল বাড়ির সদর দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। পাশাপাশি আলমারি লকার ভেঙে নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে পালিয়ে যায়।
  • Link to this news (বর্তমান)