• নির্বিঘ্নে ভাসান-পর্ব, বুধবার বিকেল পর্যন্ত প্রায় ৪ হাজার প্রতিমা নিরঞ্জন, দুর্গাপুজোর মতোই ব্যবস্থা ১৮টি ঘাটে
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৮টি গঙ্গার ঘাট সহ শহরের বিভিন্ন পুকুর, ঝিল, জলাশয়ে নির্বিঘ্নেই চলছে কালী প্রতিমা নিরঞ্জন। দুর্গা প্রতিমা নিরঞ্জনের মতোই ঘাটে ঘাটে ব্যবস্থা রেখেছে কলকাতা পুরসভা। মঙ্গলবারই বিভিন্ন বাড়ির পুজো এবং বারোয়ারি পুজো কমিটি বিসর্জন সেরে ফেলেছে। তবে মঙ্গলবার বলেই আবার অনেক বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জন হয়নি। বুধবার দিনভর একইভাবে চলেছে নিরঞ্জন পর্ব। পুরসভার হিসেব অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত প্রায় চার হাজার প্রতিমা নিরঞ্জন হয়েছে শহরের বিভিন্ন ঘাটে। ঘাটগুলিতে পুরসভার কর্মীদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। দুর্গাপুজোর মতো এক্ষেত্রেও গোয়ালিয়র ঘাট বা জাজেস ঘাটে র‍্যাম্প করা হয়েছিল। ফলে সেখানে বাড়তি প্রতিমা নিরঞ্জন সম্ভব হচ্ছে। পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রতি বছর ঘাট এবং পুকুর মিলিয়ে শহরে প্রায় ন’হাজার কালী প্রতিমা নিরঞ্জন হয়। 

    পুরসভা সূত্রে খবর, গঙ্গার ঘাট এবং অন্যান্য জলাশয় মিলিয়ে মঙ্গলবার প্রায় ১৫০০ প্রতিমার ভাসান হয়েছিল। বুধবার বিকেলে সংখ্যাটা প্রায় চার হাজার। তবে অনেক পুজো কমিটির তরফেই পরপর কয়েকদিন নানা অনুষ্ঠান চলে। সেক্ষেত্রে আজ, বৃহস্পতিবার পর্যন্ত গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন চলবে। পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার বাজেকদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া দেখতে যান। দায়িত্বপ্রাপ্ত অন্যান্য অফিসাররা সর্বত্র মোতায়েন ছিলেন। গঙ্গা দূষণ ঠেকাতে পুজোর ফুল, বেলপাতা ইত্যাদি আগেই আলাদা করে ফেলা হচ্ছে। তারপর প্রতিমা জলে পড়া মাত্রই ক্রেন দিয়ে কাঠামো তুলে ঘাটে জমা করা হচ্ছে। তারপর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার এবং বুধবার সন্ধ্যা পর্যন্ত লরি এবং ডাম্পার মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার টন কাঠামো গঙ্গা থেকে তোলা হয়েছে। বাজেকদমতলা ঘাট, বাগবাজার ঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাট, দই ঘাট সহ কলকাতার ১৮টি ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়। এর মধ্যে তিনটি বড় ঘাট হল জাজেস ঘাট, নিমতলা ঘাট এবং বাজেকদমতলা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)