• লাইফ সার্টিফিকেট আপডেটের ফাঁদ, ১২ লক্ষ টাকার প্রতারণা! বিধাননগরে দু’টি পৃথক অভিযোগ দায়ের
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অনলাইনে পেনশন লাইফ সার্টিফিকেট আপডেট করে দেওয়ার টোপ। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৭ লক্ষ টাকা খোয়ালেন লেকটাউনের বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধ। একই কৌশলে প্রতারণার শিকার হয়ে প্রায় ৫ লক্ষ টাকা খুইয়েছেন বাগুইআটির বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধাও। প্রতারকরা তাঁদের হোয়াটসঅ্যাপে একটি ডট এপিকে ফাইল পাঠায়। তা ডাউনলোড করার পরই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় টাকা। প্রতারিত বৃদ্ধ ও বৃদ্ধা সল্টলেকে অবস্থিত বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জীবনের শেষ সঞ্চয়টুকু হারিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। খোয়ানো টাকা দ্রুত উদ্ধারের আর্জি জানিয়েছেন। সেই মতো তদন্ত শুরু হয়েছে। লেকটাউনের ক্যানাল স্ট্রিটের বাসিন্দা ওই প্রতারিত বৃদ্ধের কাছে গত ১৯ অক্টোবর রাত ৮টার সময় একটি ফোন আসে। প্রতারকরা জানায়, তারা পেনশন লাইফ সার্টিফিকেট বিভাগ থেকে ফোন করছে। বৃদ্ধ তাদের কথা বিশ্বাস করেন। তারপর প্রতারকরা ফোনেই  বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নতি ও তথ্য চেয়ে নেয়। তখন বৃদ্ধের হোয়াটসঅ্যাপে একটি ডট এপিকে ফাইল পাঠায় তারা। সেই ফাইলে ক্লিক করে অনলাইনে পেনশন লাইফ সার্টিফিকেট আপডেট করতে বলে। বৃদ্ধ তাদের কথা মতো ক্লিক করে ফেলেন। কিছুক্ষণ পর দেখেন, তাঁর অ্যাকাউন্টে সঞ্চিত ৭ লক্ষ ১০ হাজার টাকা লোপাট! 

    প্রতারিত বৃদ্ধার বাড়ি বাগুইআটি থানার রঘুনাথপুর এলাকায়। তিনিও একইভাবে প্রতারিত হন। প্রতারকরা তাঁকে ১৫ অক্টোবর ফোন করে একই কথা বলেছিল। এমনকি, তাঁকেও এপিকে ফাইল পাঠানো হয়। সেখানে ক্লিক করার পর তাঁর অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৯০ হাজার টাকা উধাও হয়ে যায়। দু’জনেই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানিয়েছেন। প্রতারিত বৃদ্ধা গত ২০ অক্টোবর এবং বৃদ্ধ ২১ অক্টোবর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। বিশেষজ্ঞদের দাবি, এপিকে ফাইলের উৎস জানতে হবে। যদি সেগুলি পরিচিত কোনও নম্বর থেকে না আসে, তাহলে তা বিপজ্জনক হতে পারে।
  • Link to this news (বর্তমান)