গ্রিসে চাকরির মিথ্যে টোপ, ধৃত হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রাক্তন ডিন
বর্তমান | ২৩ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গ্রিসের নামী হোটেলে চাকরি। বেতনও ভালো। এমন আশ্বাস দিয়েছিলেন একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এক প্রাক্তন ডিন। তাতে বিশ্বাস করে হাওড়ার এক ছাত্র তাঁকে দেড় লক্ষ টাকা নগদ দিয়েছিলেন। এরপর বিদেশে যাওয়ার প্রস্তুতিও শুরু করেছিলেন ওই ছাত্র। কিন্তু, গ্রিসের কোনও হোটেলেই চাকরি মেলেনি! তখন দেড় লক্ষ টাকা ফেরত চান ওই ছাত্র। কিন্তু, সেই টাকা ফেরতও পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপর ওই ছাত্রের পরিবার বিধাননগরের নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই ঘটনার তদন্তে নেমে অবশেষে বিহার থেকে অভিযুক্ত প্রাক্তন ডিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিধাননগর কমিশনারেট থেকে জানানো হয়েছে, ধৃতের নাম বিশাল কুমার। বিহারের মুজাফ্ফরপুরের ভগবানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারের সীতামারি আদালতে তাঁকে পেশ করা হয়েছিল। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে বিধাননগরে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।প্রতারিত ছাত্রের বাবা গত ২১ এপ্রিল নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন, তাঁর ছেলে যে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে পড়তেন, তার প্রাক্তন ডিন এই প্রতারণা করেছেন। তিনি গত ৪ মার্চ ফেসবুকের মেসেঞ্জারে তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করে গ্রিসে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারপরই ৬ মার্চ অনলাইনে তাঁকে ৭০ হাজার এবং ৫০ হাজার মিলিয়ে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। পরদিন ৭ মার্চ আরও ২৯ হাজার ৭০০ টাকা পাঠানো হয়। সব মিলিয়ে দেওয়া হয় প্রায় দেড় লক্ষ টাকা। কিন্তু, চাকরি হয়নি। তখন টাকা ফেরত চাইলে তিনি ফোন ধরছিলেন না। তারপরই অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছাত্রের বাবার দায়ের করা অভিযোগপত্রে লেখা হয়েছিল, অভিযুক্ত ডিন একাধিক ছাত্রের কাছ থেকে এভাবে টাকা তুলেছেন।