• কাটল মহাগটবন্ধনের মহাজট! লালুর সঙ্গে ‘ইতিবাচক’ বৈঠক গেহলটের, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী?
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাগটবন্ধনের মহাজট কি অবশেষে কাটতে চলেছে? বুধবার তেমনটাই ইঙ্গিত মিলল কংগ্রেসের তরফে। এদিন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব-সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গেহলট। তাঁর কথায়, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক হবে। সেখানেই যাবতীয় জট কেটে যাবে।

    বিহার বিধানসভা নির্বাচনে আসলে নামেই ‘মহাগটবন্ধন’, আসনরফা কার্যত শিকেয়। অন্তত গোটা ১০-১২ আসনে সরাসরি একে অপরের বিরুদ্ধে লড়াই করছে ইন্ডিয়ার জোটের শরিকরা। আসলে জোটধর্ম ভুলে অধিকাংশ শরিক নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আসনরফা নিয়ে আলোচনা চলেছে মনোনয়ন পর্ব শেষ হওয়ার পরও। নাম প্রত্যাহার পর্যন্তও রফা চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে যে যার নিজেদের মতো করে প্রার্থীদের দলীয় প্রতীক দেওয়া শুরু করে দেয়।

    চূড়ান্ত ডামাডোলের মধ্যেই প্রশ্ন ওঠে, নির্বাচনে কি আদৌ এক সঙ্গে লড়তে পারবে ইন্ডিয়া জোট? তাই জোটকে সুদৃঢ় করতে কংগ্রেস হাইকমান্ডের দূত তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট পাটনায় পৌঁছন। বুধবার তিনি আলোচনা করেন লালুপ্রসাদ, তেজস্বী যাদব, রাবড়ি দেবীর সঙ্গে। সেই বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে দাবি করেন গেহলট। কিন্তু আসনরফা যে চূড়ান্ত হয়নি, সেটা উল্লেখ না করলেও স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেতা। তিনি বলেন, “বিহারে ২৪৩টা আসন রয়েছে। তার মধ্যে পাঁচ-দশটা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতেই পারে।”

    তবে গেহলটের বিশ্বাস, এনডিএর বিরুদ্ধে একজোট হয়েই লড়বে ইন্ডিয়া জোট। তিনি আরও জানান, বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকেই যাবতীয় ভুল বোঝাবুঝি মিটে যাবে। রাজনৈতিক মহলের অনুমান, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বীকে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হতে পারে। যদিও বিহার কংগ্রেসের অনেকেই চাননি কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে নামুক জোট। কিন্তু শেষ পর্যন্ত জোটের ভাঙন রুখতে আরজেডির দাবিতে মাথা নোয়াবে কংগ্রেস, এমনটাই অনুমান।
  • Link to this news (প্রতিদিন)