• মিরিক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি! দুর্ঘটনায় মৃত চার যাত্রী, আহত ১৬
    আনন্দবাজার | ২৩ অক্টোবর ২০২৫
  • মিরিক যাওয়ার পথে বুধবার গভীর খাদে পড়ে গেল গাড়ি। প্রাণ হারালেন চার জন যাত্রী। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

    পানিট্যাঙ্কির ইন্দো-নেপাল সীমান্ত থেকে বুধবার একটি গাড়ি মিরিকের উদ্দেশে রওনা দেয়। গাড়িটিতে চালক-সহ মোট ১৯ জন ছিলেন। নেপালের কাঁকরভিটা থেকে গাড়িটি বিকল্প রাস্তা পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগান হয়ে মিরিকের উদ্দেশে রওনা দেয়। ওই রাস্তাটি খুব দুর্গম। পুলিশ সূত্রে খবর, পুটুংয়ের কাছে নলডারায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের উপর থেকে একটি গাড়ি নেমে আসছিল। অন্য দিকে, দু্র্ঘটনাগ্রস্ত গাড়িটি উপরের দিকে উঠছিল। সেই সময়েই ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মিরিক থানার পুলিশ। আহত ১৫ জনকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়।

    মৃতদের মধ্যে সজনী ছেত্রী নকশালবাড়ির বাসিন্দা। বিনীতা তামাং এবং ধনবাহাদুর নেপালের বাসিন্দা৷ ওয়াংচেন তামাং মিরিকের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দীপাবলির ছুটি উপলক্ষে অনেকেই মিরিকে যাচ্ছিলেন। আবার অনেকেই ছিলেন নিত্যযাত্রী। দার্জিলিং পুলিশ সুপার পরভিন প্রকাশ বলেন, ‘‘বড় গাড়িতে মিরিকের দিকে আসছিলেন কয়েক জন। তিন জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।’’
  • Link to this news (আনন্দবাজার)