• সোনালিদের মামলা আজ, অপেক্ষায় বাড়ির লোক
    আনন্দবাজার | ২৩ অক্টোবর ২০২৫
  • বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ ছ’জনকে সম্প্রতি ভারতীয় বলে স্বীকৃতি দিয়েছে সে দেশের আদালত। তবে এখনও সোনালিরা সংশোধনাগারে বন্দি। আজ, বৃহস্পতিবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতে ওঠার কথা ওই ছ’জনের মামলা। জানা গিয়েছে, অনুপ্রবেশকারী হওয়ায় ওই ছ’জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা আদালতে। কী পর্যবেক্ষণ করে কোর্ট, সে দিকেই তাকিয়ে বাড়ির লোক।

    আইনজীবী সূত্রে জানা যাচ্ছে, অনুপ্রবেশকারী হিসাবে দোষী সাব্যস্ত হলে ফের কারাবাসের সাজা হতে পারে সোনালিদের। জরিমানা দিয়ে মুক্তিও পেতে পারেন। যদিও বৃহস্পতিবার আশাব্যঞ্জক কিছু ঘটবে কি না, তা নিয়ে সংশয়ও রয়েছে। কারণ, ঢাকার ভারতীয় হাই কমিশন সোনালিদের মামলার গতিপ্রকৃতি, নথিপত্র সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জের জেল কর্তৃপক্ষের কাছে এখনও পর্যন্ত এক বারই খোঁজখবর করেছে। এর পরে সরকারি ভাবে কোনও যোগাযোগ করেনি বলে সূত্রের খবর।

    এই পরিস্থিতিতে দোষী সাব্যস্ত করে সোনালিদের যদি জেল বা জরিমানার নির্দেশ দেয় আদালত, তা হলে চিন্তা ও জটিলতা বাড়বে। কারণ, জামিন পেয়ে গেলেও ভিন‌্-দেশে কোথায় থাকবেন সোনালিরা— সে প্রশ্ন রয়েছে। সোনালির মামাতো ভাই রকি শেখ বলেন, “কী হবে জানি না! আমরা শুধু দিন গুনছি। কবে দিদিরা ফিরবে, কিছুই বুঝতে পারছি না।”

    গত ২০ অগস্ট চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার পুলিশ সোনালিদের অনুপ্রবেশকারী হিসেবে ধরে। সেই থেকে তাঁরা সংশোধনাগারে রয়েছেন। বাংলাদেশ আদালত ইতিমধ্যেই সোনালিদের ভারতীয় বলে চিহ্নিত করে তাঁদের দেশে ফেরানোর জন্য ঢাকার ভারতীয় হাই কমিশনকে নির্দেশ দিয়েছিল। পাশাপাশি তাঁদের মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা আজ থেকেই।

    গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা ওই ছ’জনকে চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে। এ রাজ্যের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন, “২৪ তারিখ (অক্টোবর) পর্যন্ত দেখব। তার পরে আইনি পথেই হাঁটতে হবে।” তবে কলকাতা হাই কোর্টে সোনালিদের মামলায় থাকা আইনজীবীদের পক্ষ থেকে ফের এক বার কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরগুলিকে আদালতের রায় স্মরণ করিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
  • Link to this news (আনন্দবাজার)