• লাইফ সার্টিফিকেট পরীক্ষার নামে প্রতারণা, টাকা উধাও দুই প্রৌঢ়ের
    আনন্দবাজার | ২৩ অক্টোবর ২০২৫
  • অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের পেনশনের লাইফ সার্টিফিকেট অনলাইনে আপডেট করা এবং তা যাচাই করার নামে প্রতারণার অভিযোগ উঠল। সম্প্রতি এই কৌশলে দুই প্রবীণ নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১২ লক্ষেরও বেশি টাকা হাতিয়েছে প্রতারকেরা।

    রঘুনাথপুর এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ককর্মী সম্প্রতি পুলিশে এই মর্মে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার থানা।

    সরকারি ওই ব্যাঙ্ককর্মী লিখিত অভিযোগে পুলিশকে জানিয়েছেন, গত ১৫ অক্টোবর এক ব্যক্তিনিজেকে পেনশন লাইফ ডিপার্টমেন্টের এজেন্ট হিসাবে পরিচয় দিয়ে তাঁকে ফোন করে। নানা কথা বলে তাঁর বিশ্বাস অর্জন করে অভিযুক্ত। এর পরে ওই প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে বলা হয়, পেনশন পেতে হলে লাইফ সার্টিফিকেট যাচাই করতে হবে। এর জন্য তাঁকে সমাজমাধ্যমে একটি লিঙ্ক পাঠায় প্রতারকেরা।পাশাপাশি, মেসেঞ্জারের মাধ্যমে পিপিও নম্বর এবং অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ নথি চাওয়া হয় তাঁর কাছে। প্রতারিত ব্যক্তি জানিয়েছেন, এরপরে তাঁকে একটি ফাইল পাঠানো হয় এবং বলা হয়, সেটির মাধ্যমে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। সেই ফাঁদে পা দিতেই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৪ লক্ষ ৯০ হাজার টাকা।

    এমনই কৌশলে প্রতারণার কবলে পড়েছেন লেক টাউন এলাকার বাসিন্দা এক প্রবীণও। পুলিশ সূত্রের খবর, গত ১৯ অক্টোবর একটি অচেনা নম্বর থেকে ফোন যায় ওই বৃদ্ধের কাছে। তাঁকে একটি ফাইল পাঠিয়ে প্রতারকেরা বলে,সেখানে ক্লিক করে অনলাইনে পেনশনের লাইফ সার্টিফিকেট আপডেট করতে হবে। ওই কাজ করতে গিয়ে বৃদ্ধ পরে দেখেন, তাঁরঅ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ ১০ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। তিনি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়েরকরেন। ২১ অক্টোবর অভিযোগ জানান বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও।

    পুলিশ সূত্রের খবর, সমাজমাধ্যমে এবং ফোনে কথা বলে ফাঁদ পাতা হচ্ছে। সব দিক থেকে তদন্ত করে এই চক্রের নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা।
  • Link to this news (আনন্দবাজার)