• Breaking News Live: বিহারে মহাগঠবন্ধন ‘পুরোপুরি একজোট’, সাংবাদিক সম্মেলনের আগে বললেন গেহলট
    এই সময় | ২৩ অক্টোবর ২০২৫
  • বাজার খুলতেই বিপুল বৃদ্ধি হলো দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স সেনসেক্স ও নিফটি৫০-র। বৃহস্পতিবার শেষ ক্লোজ়িংয়ের থেকে ৭২৭ পয়েন্ট বেশিতে পথচলা শুরু হয় সেনসেক্সের। নিফটি৫০-র ওপেনিং হয় ২৬ হাজার ৫৭ পয়েন্টে। প্রায় এক বছর পরে নিফটি৫০-র পয়েন্ট ২৬ হাজারে গণ্ডি পার করল।

    আরজেডি নেতা তেজস্বী যাদবকেই মহাগঠনবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে খবর। আজ সাংবাদিক সম্মেলন করে তা ঘোষণা করা হতে চলেছে বলেও জানা যাচ্ছে। এরই মধ্যে বুধবার পাটনায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এর পরেই জানান, বিহারে মহাগঠবন্ধন পুরোপুরি একজোট।

    পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার কুমারহাট গ্রামে একটি হোসিয়ারি কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোলাঘাট থানার পুলিশও রয়েছে ঘটনাস্থলে।

    সাতসকালে ফের কলকাতায় আগুন। আমহার্স্ট স্ট্রিটে একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগেছে বলে খবর। কী কারণে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। তবে ভিতরে প্রচুর দাহ্যবস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে। এই প্রিন্টিং প্রেসের সামনে সারিবদ্ধ দোকান। আতঙ্কে ব্যবসায়ীরা।

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে গভীর রাতে আইইডি বিস্ফোরণ। আপ লাইনে একটা অংশ উড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ নাশকতার আশঙ্কা। বন্ধ ট্রেন চলাচল।

    বিহারের চার ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার এনকাউন্টারে খতম। সূত্রের খবর, দিল্লির রোহিনী এলাকার বাহাদুর শাহ মার্গে বুধবার রাত আড়াইটে নাগাদ এনকাউন্টার হয়। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা এবং বিহার পুলিশের যৌথ অভিযানে রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মণীশ পাঠক (৩৩) এবং আমন ঠাকুর (২১) নিহত হয়েছে বলে একটি সূত্রের দাবি। দীর্ঘদিন ধরে ওই চার দুষ্কৃতীকে খুঁজে বেড়াচ্ছিল বিহার ও দিল্লি পুলিশ। বিহার ও দিল্লিতে তাদের বিরুদ্ধে তোলাবাজি, খুন, অপহরণের বহু অভিযোগ ছিল। বিহার পুলিশ জানিয়েছে, রঞ্জন, বিমলেশ ও মণীশ বিহারের সীতামঢ়ির বাসিন্দা। আমনের বাড়ি দিল্লির কারাওয়াল নগরে। বুধবার রাতেই গুলিবিদ্ধ চার গ্যাংস্টারকে দিল্লির ডক্টর বিএসএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

    কালীপুজোর মণ্ডপে বক্স বাজানো নিয়ে ঝামেলা। ছুরি নিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল সোনারপুরে। অভিযোগের আঙুল দুই প্রতিবেশীর দিকে। সোনারপুর থানার কুস্তিয়ার ঘটনা।

    হেমন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি। শুক্রবার উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। রবিবার, সোমবার এই দুই জেলার সঙ্গে যুক্ত হবে ঝাড়গ্রাম।

    মহিলাদের বিশ্বকাপে আজ নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হরমনপ্রীত কৌরদের টিম। আজকের ম্যাচ ডু অর ডাই। হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের জন্য আজকের ম্যাচ মরণ-বাঁচন লড়াই। এই ম্যাচের উপর নির্ভর করবে টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছবে কি না। ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে ম্যাচ।

  • Link to this news (এই সময়)