কলকাতা, ২৩ অক্টোবর : বৃহস্পতিবার সাতসকালে খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন সকাল ৮টা নাগাদ আমহার্স্ট স্ট্রিটে একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটি ইঞ্জিন। যদিও এখনও কয়েকটি পকেটে ধিক ধিক করে আগুন জ্বলছে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ প্রিন্টিং প্রেস থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। কিছুক্ষণের মধ্যে গাঢ় ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। স্বাভাবিকভাবে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে। কিছুক্ষণের মধ্যে ছুটে আসে এক এক করে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। এলাকা ঘিঞ্জি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকর্মীদের। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় প্রিন্টিং প্রেসটি বন্ধ ছিল। তবে সেখানে যথেষ্ট পরিমাণে দাহ্য পদার্থ মজুত আছে বলে জানতে পারেন কর্তব্যরত দমকলকর্মীরা। ফলে আগুন যাতে কোনওভাবে ছড়িয়ে না পরে, সেটা নিশ্চিত করাই ছিল তাঁদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সেই অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত সতর্কতা নেওয়া নেয়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে নটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন স্থানীয় কাউন্সিলর। তাঁর দাবি, ওই বাড়ি ভেঙে বহুতল বানানোর চেষ্টা চলছে। সেই জন্য আগুন লাগানো হয়ে থাকতে পারে।