• খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, দিল্লিতে এনকাউন্টারে মৃত্যু বিহারের ‘মোস্ট ওয়ান্টেড’ ৪ দুষ্কৃতীর
    প্রতিদিন | ২৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের চার দুষ্কৃতী। দিল্লি ও বিহার পুলিশে যৌথ অভিযানে ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের মৃত্যু। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির বাহাদুর শাহ এলাকায়।

    মৃতদের নাম রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মনীশ পাঠক (৩৩) ও আমন ঠাকুর (২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ডিএসপি সঞ্জীব যাদবের নেতৃত্বে
    দিল্লি পুলিশের অপরাধ শাখা ও বিহার পুলিশের একটি যৌথ দল অপরাধীদের আটকানোর চেষ্টা করে। কিন্তু দুষ্কৃতীর দল পালিয়ে যায়। পিছু তাড়া করে পুলিশ। সেই সময় দিল্লি রোহিনী এলাকায় বাহাদুর শাহ মার্গে পুলিশের সঙ্গে গুলির লড়াই বাঁধে দুষ্কৃতীদের। পরে তাঁদের বিএসএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। এই অভিযানে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চারজনই বিহারে খুন, বেআইনি অস্ত্র রাখ-সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল। রঞ্জন পাঠক ও বিমলেশ মাহাতোর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরতর ধারায় মামলা রয়েছে। আমন ঠাকুরের বিরুদ্ধে একজনকে খুনের অভিযোগ ছিল। এই দলে আর কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)